প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের সভাপতিত্বে জি-টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম এবং ওয়েবসাইটের প্রকাশ করেছেন। এই লোগো থিম ও ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং অগ্রাধিকারকে পৌঁছে দেবে। মঙ্গলবার বিকেলে -টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম এবং ওয়েবসাইটের প্রকাশ করার পর প্রধানমন্ত্রী বলেছেন, ১ ডিসেম্বর থেকে জি-টোয়েন্টির পৌরহিত্য করবে ভারত। ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেজন্য আজ এই সম্মেলনের ওয়েবসাইট, থিম ও লোগো লঞ্চ করা হয়েছে। ভারতের জি-টোয়েন্টি প্রেসিডেন্সির ঐতিহাসিক অনুষ্ঠানে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই। ”বসুধৈব কুটুম্বকম” বিশ্বের প্রতি ভারতের করুণার স্বাক্ষর। লোটাস বিশ্বকে একত্রিত করার জন্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বাসকে চিত্রিত করেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর আমরা উন্নয়নের উচ্চতায় যাত্রা শুরু করেছি, এতে বিগত ৭৫ বছরে সমস্ত সরকারের প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে, প্রতিটি সরকার এবং নাগরিক ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। মোদী বলেছেন, বর্তমানে নিরাময়ের পরিবর্তে আরোগ্য খুঁজছে বিশ্ব। আমাদের আয়ুর্বেদ, আমাদের যোগব্যায়াম, যা নিয়ে বিশ্বে নতুন উদ্যম ও বিশ্বাস রয়েছে।আমরা এর সম্প্রসারণের জন্য একটি বৈশ্বিক ব্যবস্থা তৈরি করতে পারি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারত একদিকে উন্নত দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। একইসঙ্গে উন্নয়নশীল দেশগুলির দৃষ্টিভঙ্গি ভাল করে বোঝে। আমাদের চেষ্টা থাকবে পৃথিবীতে কোনও প্রথম বিশ্ব অথবা তৃতীয় বিশ্ব যেন না থাকে, একটি মাত্র বিশ্ব থাকে।