পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। কেরলের পিএফআই নেতা টি এস সাইনুদ্দিন জেলে বন্দি। জেলে কোরানের ভিতর লুকিয়ে তাঁর কাছে সিম কার্ড পাচারের অভিযোগ উঠল সাইনুদ্দিনের পরিবারের বিরুদ্ধে। হাতেনাতে ধরা পড়েছেন তাঁরা। জেল আইনে ওই নেতার স্ত্রী, পুত্র মহম্মদ ইয়াসিন ও ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
ইউএপিএ আইনের অধীনে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআই সংগঠনকে। শুধু পিএফআই-ই নয়, এরসঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত সংগঠনকেই নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্যই এই সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
কেরলের ইদুক্কি জেলার সভাপতি টি এস সাইনুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। জেলে তাঁর কাছে ফোনের সিমকার্ড পৌঁছে দিতে কোরানকে ব্যবহার করার অভিযোগ উঠল তাঁরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কোরানের ভিতরে সিমটি লুকিয়ে পাচার করার চেষ্টা করা হয় গত ১ নভেম্বর। জেলের সুপারিটেন্ডেন্ট সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘তদন্তের পরে জেল কর্তৃপক্ষ কোরানের ভিতরে সিমকার্ড উদ্ধার করছে, যা ওঁকে ওঁর পরিবার দিয়েছিল। আমরা তদন্ত শুরু করেছি’।