ভারতে ফের হামলার ছক কষে দাউদ হাওয়ালাতে পাঠাচ্ছে কোটি কোটি টাকা, এমনটাই দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, হাওয়ালার টাকা সরাসরি দুবাই থেকে ভারতে নয়, পরিবর্তে পাকিস্তান হয়ে সুরাট ও মুম্বাইয়ে আসছে। এনআইএ-এর দাবি অনুযায়ী, ‘অনুদান’-র নামে দাউদ ইব্রাহিম ১৩ কোটি টাকা পাঠিয়েছে।
জাতীয় তদন্তকারী সংস্থাটি এই মর্মে ইতিমধ্যে চার্জশিট জমা দিয়ে দিয়েছে। জমা পড়া এই চার্জশিট মূলত দাউদ ইব্রাহিম ও তাঁর সহকারী ছোট শাকিলের নাম উল্লেখ করা হয়েছে।
এনআইএ চার্জশিটে এও জানায় যে, হাওয়ালার টাকা চলতি বছরে গত এপ্রিল মাসে এসেছে আরিফ আবু বকর শেখ ওরফে আরিফ ভাইজানের দৌলতে। উল্লেখ্য, এটাই প্রথমবার নয়, এর আগে বিগত চার বছরে দাউদ গোষ্ঠী ১২-১৩ কোটি টাকা পাঠিয়েছে। এনআইএ-এর আরও দাবি, হাওয়াকার মাধ্যমে এই টাকা পাঠানোর মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতে সন্ত্রাসবাদী হামলা করা। এনআইএ একইসঙ্গে এও জানায় যে, হাওয়ালা ইস্যুতে এনআইএ-এর কাছে ৬জন সাক্ষীও রয়েছে।