পাকিস্তানের সিন্ধ প্রদেশে হঠাৎ ডাকাতের আক্রমণ। এই আক্রমণ পুলিশের ক্যাম্পের ওপর হয়েছে বলে জানান গেছে। সূত্রের খবর অনুযায়ী, এই আক্রমণের জেরে মোট ৭ জন মারা গেছেন। উল্লেখ্য, মৃতদের মধ্যে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকও ছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোর রাতে পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার কাটচা এলাকায়। এই ডাকাত হামলায় মোট ৭ জন মারা গেছেন বলে খবর। এছাড়াও, মোট ২০ জনের মতো অপহৃত হয়েছে বলে জানা গেছে। খবর প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। ডাকাতদের তল্লাশি চালাতে একাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত তিন জনের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে। উক্ত এলাকায় কিছুদিন আগে অভিযোগ ওঠে যে, তিনজন অপহৃত হয়েছেন। সেই তিনজনের জন্য তদন্ত জারি এক ডাকাত ঘনিষ্ঠের বাড়ির কাছে পুলিশ স্থানীয় ক্যাম্প তৈরি করে। সেই ক্যাম্পেই রবিবার ভোর রাতে হামলা চলে বলে জানা গেছে।