জনসমক্ষে শিবসেনা নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা করা হল পাঞ্জাবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। প্রকাশ্যে খুন করায় নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। আম আদমি পার্টি এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উদ্দেশ্যে তোপ দেগেছেন বিরোধীরা।
জনসমক্ষে কিভাবে এক রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করা হলো, সেই বিষয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি, শিবসেনা এবং কংগ্রেসের মতো দলগুলি। হিন্দু দেবদেবীর মূর্তিকে অসম্মান করার প্রতিবাদে শিবসেনা নেতা সুধীর সুরি বিক্ষোভ প্রদর্শন করেন। অমৃতসরের গোপাল মন্দিরের বাইরে বিক্ষোভ চলাকালীন ভিড়ের মধ্যে আচমকাই শিবসেনা নেতাকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃৎ ঘোষণা করেন চিকিৎসকরা।
শিবসেনা নেতাকে গুলি করার একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিক্ষোভ প্রদর্শনের সময় একটি গাড়ি থেকে দুই ব্যক্তি নামে এবং শিবসেনা নেতাকে গুলি করে পালায়’। মোট পাঁচটি গুলি করা হয়। সুধীর সুরির মাথায়, কাঁধে এবং বুকে গুলি লাগে। পুলিশ সামনে দাঁড়িয়ে সবকিছু দেখলেও কিছু করেনি বলে অভিযোগ।