1/5আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সেটাও স্বাভাবিক। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
2/5দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
3/5উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় একেবারে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়াও আগামী পাঁচদিন উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের আটটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা)।
4/5আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। ১২ নভেম্বর (শনিবার) থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
5/5আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন ভোরের দিকে কিছুটা শিরশিরে অনুভূতি হবে। তবে দিনেরবেলায় সেরকম কোনও অনুভূতি মিলবে না। অনেকটা রাত এবং ভোরের দিকে কিছুক্ষণ গায়ে হালকা চাদরও দিতে হতে পারে। তবে কম্বল, লেপ এখনই লাগবে না।