সীমান্তের পাশাপাশি দক্ষিণ ভারতে জলপথেও আক্রমণ করতে পারে পাক জঙ্গিরা। এই বিষয়ে দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলোকে সতর্ক করল সরকার।
সোমবার পুণেতে একটি অনুষ্ঠানে সেনার সার্দান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি বলেন, দক্ষিণ ভারতের সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দারা। গুজরাতে পাক সীমান্তের কাছে কয়েকটি পরিত্যক্ত নৌকা পাওয়া গিয়েছে। তা জঙ্গিদের বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় সেনা যাবতীয় হামলা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছে। এছাড়া বেসরকারি সংস্থা আদানি পোর্ট এন্ড লজিস্টিকস এর তরফেও বলা হয়, কচ্ছ অঞ্চলে সমুদ্রপথে পাক জঙ্গিরা ঢুকে পড়েছে। ফলে গুজরাতের বন্দরে হামলার আশঙ্কা রয়েছে।
এছাড়া তামিলনাড়ু ও কেরলও জঙ্গিদের একটি দল ঢুকে পড়েছে বলে সতর্ক করেছে ভারতীয় সেনা। তাই ওই দুই রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলোতে কড়া নজরদারি শুরু হয়েছে। কিছুদিন আগে নৌসেনা প্রধান করমবীর সিংহ দাবি করেছিলেন, জলের নিচ দিয়ে হামলা চালানোর জন্য জইশ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকসেনা। তারা যেকোনো মুহূর্তে ভারতীয় জলসীমায় ঢুকে নৌ-ঘাঁটিতে হামলা চালাতে পারে।