ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকদিন আগে ভারত মহাসাগরে একটি গুপ্তচর জাহাজ পাঠিয়েছে চিন। প্রায় তিন মাস আগে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চিন একই ধরনের একটি জাহাজ পাঠিয়েছিল, যা নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিল ভারত। এখন আবারও একই পদক্ষেপের পুনরাবৃত্তি করেছে চিন। চিনের এই গুপ্তচর জাহাজগুলি একই শ্রেণীর অন্তর্গত এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা, স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে।
মেরিন ট্রাফিককে উদ্ধৃত করে জাতীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, চিনা গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং VI ভারত মহাসাগর অতিক্রম করেছে এবং বর্তমানে বালি উপকূলের কাছাকাছি রয়েছে। ইউয়ান ওয়াং VI এমন সময়ে বালি পৌঁছেছে যখন ভারত একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নোটিশ জারি করেছে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঠিক তারিখ জানানো হয়নি।