ফের সন্ত্রাস মোকাবিলায় সাফল্য পেল ভারত। সোমবার পাকিস্তান ভিত্তিক সন্ত্রাস দল লস্কর-ই-তৈবার চক্র ফাঁস করল জম্মু ও কাশ্মীর পুলিশ। সোপোর থেকে আট জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সন্ত্রাসবাদে সমর্থন জানিয়ে ওই ব্যাক্তিরা কাশ্মীরের সাধারণ মানুষদের ভয়ে দেখাত ও বিভিন্ন জায়গায় পোস্টার পাবলিস করে হুমকি দিত। এই ঘটনায় পুলিশ ওই দলের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী কেস ফাইল করেছে বলেই জানা যাচ্ছে।
স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আইজাজ মীর, ওমর মীর, তওসিফ নাজার, ইমতিয়াজ নাজার, ওমর আকবর, ফইজন লতিফ, দানিশ হাবিব এবং শওকত আহমেদ মীর এই অপরাধের নেপথ্যে রয়েছে। তাঁরা এই পোস্টারগুলি তৈরি করেছে ও এলাকাতে ছড়িয়ে দিয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। এছাড়াও জানা গেছে, লস্করের সঙ্গে যুক্ত। এদের মাথা ছিল এলাকার অন্য এক জঙ্গি সাজ্জাদ মির যিনি হায়দার নামে পরিচিত।
যে সব সক্রিয় সন্ত্রাসীরা এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ছিল তাঁরা প্রত্যেকেই পোস্টার বিলি করত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তা লাগিয়ে আসত। এই কাজগুলি করার জন্য যে কম্পিউটার বা যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে সেইগুলিকে উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি ওই এলাকায় সাধারণ মানুষের খুনের ঘটনায় তাঁদের যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে তদন্ত চলছে।