রাজ্যে ফের তল্লাশি অভিযান শুরু করল ইডি। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে মোট ১২টি জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। সল্টলেকের ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। তাঁর বিরুদ্ধে ভারতীয় সেনার জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অমিত আগরওয়াল ও তাঁর ব্যবসায়িক সঙ্গীদের বিরুদ্ধেই মূলত অভিযোগ। তাই অমিত-ঘনিষ্ঠদেরও বাদ দিচ্ছেন না গোয়েন্দারা। সল্টলেকে অমিত আগরওয়ালের বিলাসবহুল বাড়ি। বাড়ির সামনে রয়েছে বিলাসবহুল গাড়িও। সকালেই ইডির টিম পৌঁছে যায় সেখানে। বেশ কয়েক ঘণ্টা ধরে বাড়ির মধ্যেই রয়েছেন তদন্তকারীরা। টিমে রয়েছেন মহিলা অফিসার। বেশ কিছু নথি এসেছে তাঁদের হাতে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে ইডি আধিকারিকরা চারটি দলে ভাগ হয়ে সিজিও কমপ্লেক্স থেকে রওনা হন। সল্টলেকের যোধপুরপার্ক ও নোনাপুকুর এলাকায় ঝাড়খণ্ডের ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও তাঁর মোটর পার্টসের অফিসে হানা দেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি আধিকারিকরা গিয়েছেন গড়িয়াহাটেও।
ইডি তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীর বাড়ির নীচে বিলাসবহুল একটি গাড়ি দেখতে পেয়েছে বলে খবর। বাড়ি, গাড়ি ও সম্পত্তির পরিমাণ দেখে প্রশ্ন উঠছে, তাঁর এত টাকার উৎস কোথায়? কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমেই ব্যবসায়ীর সম্পত্তি ফুলেফেঁপে উঠেছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।