রাজ্যে ডেঙ্গু সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে। রাজ্যের তুলনায় কলকাতায় ডেঙ্গুর পজিটিভিটি রেট প্রায় দ্বিগুণ। ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাজ্যের সাপ্তাহিক ডেঙ্গু রিপোর্টে। উল্লেখ্য, চলতি বছরের ডেঙ্গু আক্রান্তের রেকর্ড বিগত সমস্ত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
স্বাস্থ্য দফতরের তরফে একটি অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয় চলতি সপ্তাহে বৃহস্পতিবারে। এই রিপোর্টের ভিত্তিতে জানা গেছে যে, ২০২২ সালের জানুয়ারী মাস থেকে চলতি বছরেরই ২রা নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৫৭টি। এখানেই আবার মাত্র এক সপ্তাহে নয়া আক্রান্ত মানুষের সংখ্যা ৫ হাজার ৩৯৬টি। পুরো রাজ্যে যেখানে পজিটিভিটি রেট ১২.৭%। সেখানে কলকাতায় পজিটিভিটি রেট ২৪.৮%। এই অবস্থায় প্রশ্ন উঠছে মেয়র ফিরহাদের পদক্ষেপেও।
রাজ্যে সাধারণত ৪ রকমের ডেঙ্গুই রাজ্যের মানুষের অবস্থা নাজেহাল করে দেয়। এর মধ্যে সব থেকে বেশি দাপট দেখায় ভ্যারিয়েন্ট-২ এবং ভ্যারিয়েন্ট-৩। ভ্যারিয়েন্ট-২ যেখানে রোগীর একাধিক অঙ্গে আক্রমণ করে রোগীকে শক সিন্ড্রোমে ভোগাতে পারে। সেখানে ভ্যারিয়েন্ট-৩ আবার রোগীর শরীরে প্লেটলেট কমিয়ে দেয়।