1/5নভেম্বরের প্রথম সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে নামল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সেটাও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
2/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনভর আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
3/5আলিপুর আবহাওয়া দফতর: আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এনং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। মূলত পরিষ্কার থাকবে আকাশ। কখনও কখনও মেঘলা হতে পারে।
4/5শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়াও মূলত শুষ্ক থাকবে। শুধুমাত্র মঙ্গলবার (৮ নভেম্বর) উত্তরবঙ্গের তিনটি জেলায় (দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার) একেবারে হালকা বৃষ্টি হতে পারে।
5/5হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের কোথাও রাতের তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হবে না। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছে থাকতে পারে। যা স্বাভাবিক।