‘মারা গেলে সরকারি চাকরি, আহত হলে ২ লাখ’, মমতা সরকারকে খোঁচা বিরোধীদের

৩০ অক্টোবর ছটপুজোর রাতে ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গোয়ালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ পরেরদিন ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে গিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সেই প্রতিশ্রুতি মতো বুধবার বেলায় সাংসদের অফিস মজদুর ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের গৃহকর্তাদের হাতে দু’ লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন সাংসদ। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ক্রমেই চড়ছে রাজনীতির পারদ৷ বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, ‘মারা গেলে সরকারি চাকরি, আগুন লাগলে ২ লাখ! অথচ দেড় বছরের বেশি সময় ধরে রাজপথে বসে রয়েছে শিক্ষিত বেকারেরা৷ তাঁদের জন্য কিস্যু নেই!’

লক্ষ্মীবারের সকালে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘বাংলায় বর্তমান যা অবস্থা তাতে তৃণমূল সরকারের সার্বিক ব্যর্থতা সামনে আসছে৷ কর্ম সংস্থানের কোনও সুযোগ নেই৷ চারিদিকে শুধু চুরি আর চুরি৷ তৃণমূলের অন্দরে এখন লুঠেপুটে খাওয়ার কম্পিটিশন চলছে৷’

অভিযোগ করেছেn, ‘তৃণমূলের মদতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যাপকভাবে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাচ্ছে৷ এমনকি কিশোরদের একাংশও এই অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাচ্ছে৷ সেদিকে নজর না দিয়ে তৃণমূলের সাংসদরা মানুষের পাশে দাঁড়ানোর নামে সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষের মুখ বন্ধের চেষ্টা করছে৷ তবে মানুষ এদের পাশে থাকবে বলে আর মনে হয় না৷ আগামীদিনে এদের পতন নিশ্চিত৷ আসলে এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে ব্যর্থ, সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.