বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল জেলে। ছন্নছাড়া তৃণমূল। এই পরিস্থিতিতে সিনেম্যাটিক কায়দায় ডায়লগের ঝড় তুলতে মাঠে নেমে পড়েছেন বিজেপি নেতারা। প্রকাশ্য সভা থেকে বলে দিলেন, ‘এখন থেকে ত্রিশূলে সিঁদুর দিন, তরোয়াল বানান। সামনে পঞ্চায়েত ভোট আসছে’।
বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘সামনে পঞ্চায়েত নির্বাচন। বাড়ির মায়েরা মা দুর্গার স্বরূপ। আপনারা ত্রিশূল বানান। ত্রিশূলে এখন থেকে সিঁদুর দিন। সেই ত্রিশূলে অসুর বধ করতে হবে। আপনারা দা বানান, তরোয়াল বানান। এই অসুরকে বীরভূম থেকে উৎখাত করতে হবে। ময়ূরাক্ষী নদীর জলে ও তারাপীঠের দারোকা নদীর জলে এদের বিসর্জন দিতে হবে’। তাঁর এ মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জোরদার শোরগোল শুরু হয়ে গিয়েছে। তিনি যখন এ মন্তব্য করছেন তখন তাঁর পাশে বসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তবে পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে শাসক তৃণমূলকেও। তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় রীতিমতো কটাক্ষের সুরে বলেন, ‘এভাবে যদি মানুষকে প্ররোচিত করা হয় তাহলে যে কোনওদিন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ওরা সেই চেষ্টাই করছে। প্রশাসনকে বলব তাঁরা যেন এ ব্যাপারে খবর নেওয়া শুরু করে। ওদের বুথ স্তরে কোনও সংগঠন নেই। জনভিত্তি নেই। লোক জড়ো করে হাততালি পাওয়ার জন্য এসব কথা বলছে। পরিবেশটা দূষিত করার চেষ্টা করছে’।