গোয়ায় মাছি তাড়াচ্ছে সিবিআই। হ্যাঁ, ঠিকই পড়ছেন। গত পাঁচ বছর ধরে একটাও দুর্নীতি মামলা হয়নি বিজেপি শাসিত এই রাজ্যে। সিবিআই আধিকারিকদের হাতেও তাই কোনও কাজ নেই। কয়েকটা খুন জখমের মামলা ছাড়া কার্যত বসেই রয়েছেন সিবিআই আধিকারিকরা।
পশ্চিমবঙ্গে মামলার চাপ এতটাই বেশি এবং অভিযুক্তের সংখ্যাও এত যে তা সামলাতে হিমশিম খাচ্ছেন দুঁদে সিবিআই আধিকারিকরা। প্রতি দিন বাড়ছে অভিযুক্তের সংখ্যা। ফলে বাড়াতে হচ্ছে গারদও। এমনকি তৈরি হচ্ছে নতুন অফিসও। অপরদিকে, গোয়ায় এক রকম ছুটিই কাটাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কারণ তাঁদের হাতে তো কোনও মামলাই নেই তদন্ত করার মতো।
সিবিআই সূত্রে খবর গোয়ায় কর্তব্যরত আছেন ৫ জন আধিকারিক। তাঁদের হাতে চার বা পাঁচটি মামলা রয়েছে। সিবিআই-এর সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিস আশিস কুমার জানান, ‘বিগত ৫ বছরে গোয়াতে কোনও মামলাই সিবিআই এর হাতে আসে নি। এটা থেকে পরিস্কার যে গোয়াতে কোনও রকম দুর্নীতি হয়নি।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতি হচ্ছে এমন কোনও ফোনই দফতরে আসেনি। সাধারণ মানুষ বা সংবাদমাধ্যম, কেউই কোনও রকম অভিযোগ দায়ের করেনি। গোয়াতে কোনও দুর্নীতি হচ্ছে না। আর আমাদের এখানে কোনও দরকারও নেই’।
এর আগে সিবিআই-এর এসপি আশীষ কুমার সংবাদ মাধ্যমকে জানান, ‘বিগত ৫ বছরে আমাদের হাতে মাত্র ৩ টি মামলা এসেছে। এর মধ্যে ২টি মামলা কানাড়া ব্যাঙ্কের। সাধারণ ঋণ খেলাপ করার মামলা সেগুলি। আর একটি মামলা হিসাবের বাইরের অতিরিক্ত সম্পত্তির। বিগত ৪ বছরে ঘুষ নেওয়ার কোনও মামলাই আমাদের কাছে আসেনি।’ শেষবার ২০১৮ সালে ঘুষ নেওয়ার একটি মামলা দায়ের হয় সিবিআই-এর কাছে।