মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে কেন্দ্র করে কটাক্ষের তীর ছুঁড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা। বুধবারে এক সভায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, “বিজেপি নভেম্বর–ডিসেম্বর মাসে এই রাজ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছে। সেটা করতে দেওয়া যাবে না। পুলিশকে আরও নাকা চেকিং বাড়াতে হবে”। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই পাল্টা কটাক্ষের তীর ছুঁড়লেন রাহুল সিনহা।
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “মুখ্যমন্ত্রীর দুর্নীতির খোলস আস্তে আস্তে খসে পড়ছে। তাই উনি ভয় পাচ্ছেন। সমস্ত দুর্নীতি বেরিয়ে আসছে। সেই ভয়ে উনি এইসব কথা বলছেন। বিজেপি কোথাও কোনও হিংসাত্মক ঘটনা ঘটায়নি। বিজেপি এখনো এরাজ্যে কোনও অশান্তির কাজও করেনি”।
তাঁর আরও সংযোজন, “বিজেপি শুধু মানুষের কাছে গিয়ে তৃণমূলের তোলাবাজি, গুন্ডাবাজি, কুশাসনের কাহিনী তুলে ধরেছে। আসলে মুখ্যমন্ত্রী যেভাবে ঘিরছেন তাতে মনে হতে পারে নভেম্বর, ডিসেম্বরের মধ্যে সিবিআই ইডি কালীঘাট পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর সেটাই বলতে চাইছে বিজেপির নাম দিয়ে। উনি বলে ফেলেছিলেন, যদি সিবিআই আমার বাড়ি আসে তাহলে আপনারা রাস্তায় নামবেন তো? সেইটা এখন ধামাচাপা দিয়ে বিজেপির নাম দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে”।