ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ডের পর এবার নেপাল। হিন্দুদের শোভাযাত্রায় হামলা ইসলামিক মৌলবাদিদের। শোভাযাত্রা লক্ষ্য করে ব্যাপক পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয়। পরে ব্যাপক লাঠিচার্জ করে ইসলামিক জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
নেপালের মোহত্তরীতে ‛হিন্দু সম্রাট সেনা’ নামে একটি হিন্দু সংগঠন মিছিলের ডাক দেয়। সেই মিছিলে বিরাট সংখ্যক হিন্দু যুবক যোগ দেন। মসজিদের পাশ দিয়ে সেই মিছিল যাওয়ার সময় পথ আটকায় মুসলিমরা। গেরুয়া পতাকা নামিয়ে নেওয়ার কথা বলে। হিন্দু যুবকরা রাজি না হওয়ায় শুরু হয় বচসা।
তারপর মিছিল এগোতে শুরু করলে নেমে আসে পাথরবৃষ্টি। মিছিল লক্ষ্য করে ব্যাপক পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে অনেকের মাথা ফেটে যায়। অনেকের অন্যান্য স্থানে আঘাত লাগে। পরে বিশাল সংখক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু ইসলামিক মৌলবাদীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পরে লাঠিচার্জ করে ইসলামিক জনতাকে ছত্রভঙ্গ করে।
এদিকে এই ঘটনা ঘিরে মোহত্তরী এবং পার্শ্ববর্তী মদেশ জেলায় চাপা উত্তেজনা রয়েছে। সেই দিকে মাথায় রেখে ওই দুই জেলায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ওই দুই জেলার একাধিক স্থানে কারফিউ জারি করা হয়েছে।