আবারও কাঠগড়ায় তালিবান। এবার, তালিবানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শিক্ষার অধিকার নিয়ে প্রতিবাদ করায় ছাত্রীদের চাবুকপেটা করেছে তালিবানরা। এই খবরটি প্রকাশিত হয়েছে আফগানিস্তানের ‘ইনডিপেনডেন্ট’ -এ। আফগানিস্তানের বাদাখশান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়েছে আন্তর্জাতিক মহলে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত রবিবারে উত্তর-পূর্ব আফগানিস্তানের বাদাখশান বিশ্ববিদ্যালয়ে। বোরখা না পরার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে দিচ্ছিল না। এই ঘটনার প্রতিবাদে কিছু ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করলে, তালিবান সরকারের ‘নজরদারি’ মন্ত্রকের এক ব্যক্তি হাতে চাবুক নিয়ে হাজির হয়ে যায় ঘটনাস্থলে।
ভিডিওটি প্রকাশ্যে আসে ‘পঞ্জশীর প্রোভিন্স’ নামক টুইটার হ্যান্ডেলের দৌলতে। এই টুইটে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই টুইটের ক্যাপশনে দাবি করা হয়, “তালিবান ছাত্রীদের চাবুকপেটা করছে। যদিও, ছাত্রীরা হিজাব পরে আছে, এরপরেও কেন তাঁদেরকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? তালিবান ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ করে দিতে চাইছে”।