ইডির স্ক্যানারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জানা গেছে, মূলত বেআইনি কয়লা খনি দুর্নীতিকে কেন্দ্র করে এই তলব। এই মর্মে ইডির তরফে ইতিমধ্যে সমন পাঠানো হয়ে গেছে। এই সমন অনুযায়ী, চলতি সপ্তাহে বৃহস্পতিবার তাঁকে ইডির দফতরে হাজির হতে হবে।
হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি নিজের নামে খনির লিজ চালাতেন, যা নিয়ম বহির্ভূত। এই ইস্যু ঘিরে বিতর্ক শুরু হতেই হেমন্ত সোরেনের পদ হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধুমাত্র আস্থাভোটে সংখ্যা গরিষ্ঠতার জেরে টিকে যায় হেমন্ত সরকার। যদিও, তিনি বাঁচতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজর থেকে। অবশেষে, বেআইনি কয়লা খনি মামলায় সমন পেলেন ইডির তরফে।
এই মামলা চলছে বেশ কয়েকমাস ধরেই। চলতি বছরে জুলাই মাসে ১৯ তারিখে বেআইনি খনি ও আর্থিক তছরূপ মামলায় ইডি আধিকারিকরা গ্রেফতার করেন হেমন্ত সোরেন ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রকে। ৮ই জুলাই তারিখে পঙ্কজ মিশ্রের বাড়ি সহ মোট ১৮টি জায়গায় তল্লাশি চালানো পরে একদিকে ওই মাসেই পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করে। অপরদিকে, পরের মাসেই অর্থাৎ আগস্টের ৪ ও ৫ তারিখে পঙ্কজের দুই সহকারী বাচ্চু যাদব ও প্রেম প্রকাশকে গ্রেফতার করে।