পশ্চিমবঙ্গ যে আরব সাগরের উপরে অবস্থিত, তা কি জানতেন? অনেকেই জানতেন না। সেই অজানা তথ্যই জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের নতুন ভৌগলিক অবস্থান জানিয়ে ফিরহাদ বলেন, ‘পশ্চিমবঙ্গের অবস্থান বিষুবরেখার নীচে মানে আরব সাগরের উপরে’। এমন মন্তব্যের জেরে ফের চর্চার কেন্দ্রে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র।
ডেঙ্গি নিয়ে বলতে গিয়ে খেই হারিয়ে কার্যত ভগবান ও সাধারণ মানুষের ঘাড়ে ডেঙ্গি রোখার দায়িত্ব ঠেলে দেন ফিরহাদ। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের অবস্থান যেহেতু বিষুবরেখার নীচে, মানে আরব সাগরের ওপরে এখানে ডেঙ্গি নিশ্চই আছে। কিন্তু দক্ষিণ ভারতেও প্রচুর ডেঙ্গি হয়। এবছর বিহার উত্তর প্রদেশেও প্রচুর ডেঙ্গি হয়েছে। রেকর্ড সব জায়গায় ছাড়িয়ে গিয়েছে। মানুষ সচেতন না হলে ডেঙ্গি বন্ধ করা যাবে না। মানুষকে সচেতন হতে হবে। আমার মনে হচ্ছে, এমাসটা গেলে হয়তো ডেঙ্গির প্রকোপটা কমবে’।
ঘূর্ণিঝড় সিত্রাং হানা দেওয়ার আগে ফিরহাদকে বলতে শোনা যায়, ‘মারাত্মকভাবে ঝড় আসবে। কলকাতায় ঝড়টা ৯০ মিলিলিটার। তবু আমরা সবকিছু তৈরি রেখেছি। আর বিজ্ঞাপন বিভাগকে বলেছি হোর্ডিংগুলো যেন খুলে ফেলে’। প্রশ্ন উঠছে, বার বার কেন বেফাঁস বলে ফেলছেন দুঁদে এই রাজনীতিবিদ? কোনও চাপে রয়েছেন কি তিনি?