কালীপুজোর দিনই বাংলাদেশে কালী মন্দিরে হামলা চালাল ইসলামিক মৌলবাদিরা। ভাঙচুর চালানো হয় কালাচাঁদ মন্দিরেও। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, কালীপুজোয় মন্দিরের কাছে মেলা বসেছিল। সেখানে জুয়ার আসর বসায় কয়েকজন। পুজো কমিটির থেকে তারা ৫ হাজার টাকা দাবি করে। কিন্তু পুজো কমিটির লোকজন ৩ হাজার টাকা দিয়ে জানায় বাকি টাকা তারা দিতে পারবে না। এই নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। তখনকার মতো সমস্যা মিটে যায়।
কিছুক্ষণ পরই ওই মন্দিরে হামলা চালায় একদল মুসলিম দুষ্কৃতী। তাঁরা স্থানীয় লোকজনকে মারধর করেন। মন্দিরের ভিতরে থাকা কালী প্রতিমা ভেঙে দেয়। পরে ক্ষুব্ধ হিন্দুরা ঘটনার প্রতিবাদে দিনাজপুর-রংপুর জাতীয় সড়ক অবরোধ করেন। গভীর রাত পর্যন্ত চলে সেই অবরোধ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ অফিসার তানভীরুল ইসলাম এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃত্ব। তাঁরা দ্রুত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে রাত্রি আড়াইটা নাগাদ অবরোধ তুলে নেন স্থানীয় হিন্দুরা।