ইহুদী নরমেধ যজ্ঞের কথা গোটা বিশ্ব জানে। কিন্তু হিন্দু গণহত্যা? বাংলাদেশে কয়েক লাখ হিন্দুকে হত্যা করেছিল পাকিস্তানের খান সেনা। কিন্তু গণহত্যা নিয়ে তেমন প্রচার নেই। এবার সেই হিন্দুহত্যার স্মৃতিতে ওয়াশিংটনে সৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ভারতের বিরোধীদলগুলি। তাঁদের মতে, এটা সাম্প্রদায়িক কাজ।
দিওয়ালি উপলক্ষে ফ্লোরিডায় তাঁর মার-এ-লাগো রিসর্টে একটি অনুষ্ঠানের আয়োজন করেন প্রাক্তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ‘রিপাবলিকান হিন্দু কোলিশন’ -এর প্রায় ২০০ জন সদস্য। ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে খোদ ওয়াশিংটনে হিন্দুহত্যার স্মৃতিতে একটি সৌধ নির্মাণ করবেন তিনি।
ট্রাম্প বলেন, ‘হিন্দুরা আমাদের সমর্থন দিয়েছেন.। ২০১৬ ও ২০২০ সালেও ভারত এবং ভারতীয়দের সমর্থন পেয়েছি আমরা। তাই আমি ওয়াশিংটন ডিসিতে হিন্দুহত্যার স্মৃতিতে ওয়াশিংটনে সৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি’। তিনি আরও বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিন্দুদের সমর্থনেই তাঁর দল জয়ী হয়। ২০২৪ সালে ক্ষমতায় ফিরলে রাষ্ট্রসংঘে ভারতের পাশে দাঁড়াবেন তিনি।
এই ঘটনায় সাম্প্রদায়িকতার ছায়া খুঁজছে ভারতের বিরোধী দলগুলি। ন্যাশনাল কনফারেন্সের নেতা জিশান রানার তোপ, ‘আমি ট্রাম্পকে স্মরণ করিয়ে দিতে চাই যে ভারত কেবল হিন্দুদের নয়। বৈচিত্রই এই দেশের পরিচয়। তাঁর এহেন মন্তব্য সেই পরিচয়ে আঘাত হানছে। এই দেশের জন্য মুসলমান ও শিখরাও আত্মত্যাগ করেছে। এখানে আরএসএসয়ের কথা বলা যায় না’।