ঋষির প্রচারের দায়িত্বে থাকা ৩০ সদস্যের ‘কোর কমিটিতে’ ১৯ বছরের প্রজ্জ্বল

মাত্র ১৯ বছরের প্রজ্জ্বল পাণ্ডে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের কোর কমিটিতে।

চলতি বছরের আগস্ট মাসে লিজ ট্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রিত্বের লড়াইতে নামার সময় থেকেই প্রজ্জ্বলকে নিজের দলে রাখেন ঋষি। ঋষির প্রচারের দায়িত্বে থাকা ৩০ সদস্যের ‘কোর কমিটিতে’ তখন থেকেই আছেন প্রজ্জ্বল। ঋষির হয়ে প্রচার করেছেন তিনি।

এর আগে ২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে কনজারভেটিভ পার্টিতে যোগ দিয়েছিলেন প্রজ্জ্বল। ২০১৯ সালের মার্চ মাসে রেকর্ড ভোট পেয়ে ব্রিটেনের ইউথ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এসেক্সের চেমসফোর্ড শহরে ‘কিং এডওয়ার্ড সিক্থ গ্রামার স্কুলে’ পড়াশোনা করেন প্রজ্জ্বল।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোর কমিটিতে জায়গা পাওয়া প্রজ্জ্বলের আদি বাড়ি ধানবাদের হলেও ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি। প্রজ্জ্বলের বাবা রাজেশ পাণ্ডে ব্রিটেনের একটি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তাঁর দাদু বাগীশ দত্ত পাণ্ডে পরিবারের সঙ্গে এখনও বিহারের সিন্দ্রিতে থাকেন। বাবার কাজের সূত্রেই ব্রিটেনে গিয়েছিলেন প্রজ্জ্বল। চেমসফোর্ডের কিং এডোয়ার্ড সিক্স গ্রামার স্কুলে পড়তেন তিনি। বাবা রাজেশের দাবি, ‘ছোট থেকেই অঙ্ক ও অর্থনীতিতে অসম্ভব ভাল ছিলেন প্রজ্জ্বল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.