গুজরাট বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে গুজরাটের দুই জেলায় বসবাস করা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের আইন অনুযায়ী।
২০১৯ সালের নাগরিকত্ব সংশোধন আইন পাস হয় সংসদে। তবে তিন বছর হয়ে গেলেও সেই আইন এখনো লাগু করেনি কেন্দ্র। আইনের সব নিয়ম এখনো ঠিক হয়নি। ফলে এই পরিস্থিতিতে ঘুর পথে ১৯৫৫ সালের আইনকে হাতিয়ার করে নাগরিকত্ব দেওয়ার পথে হাঁটলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ৫ নম্বর ধারা অথবা ৬ নম্বর ধারা এবং ২০০৯ সালের নাগরিকত্বের নিয়ম মেনে ভারতের নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুজরাটের দুই জেলা সানন্দ ও মেহসানাতে বসবাসকারী শরণার্থীরা অনলাইনে তাদের আবেদন পত্র জমা দেবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে জমা করা আবেদন খতিয়ে দেখবেন জেলার কালেক্টর। পরে কালেক্টরের পরামর্শ অনুযায়ী রিপোর্টগুলি অনলাইনে খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার। আবেদনকারী ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য কিনা সে বিষয়ে জানতে প্রয়োজনে অনুসন্ধান করতে পারে সংশ্লিষ্ট এজেন্সিগুলি। তারা যদি মনে করেন আবেদনকারীর নাগরিকত্ব মঞ্জুর করা যেতে পারে, তাহলে সেই মহিলা ও পুরুষকে ভারতীয় নাগরিক হিসেবে নথিভুক্ত করা হবে।
এদিকে সি এ এ নিয়ে সুপ্রিম কোর্টে গতকাল কেন্দ্রের তরফে বলা হয় ২০১৪ সালে ৩১ ডিসেম্বর এর আগে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এবং পার্সিরা ভারতে এসেছেন শুধুমাত্র তাদের জন্যই ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন আনা হয়েছিল। এই আইনের মাধ্যমে অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছিল কেন্দ্র।
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত।
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl