রাহুল গান্ধীকে সাই বাবার সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা এবং সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। এরপরই উত্তপ্ত জাতীয় রাজনীতি। কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি বলেছে যে কংগ্রেস গান্ধী-নেহরু পরিবারকে ভগবান বানানোর চেষ্টা করছে। অথচ এই পরিবার ঈশ্বরে বিশ্বাস করে না।
রবার্ট বঢরা মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় অবস্থিত বিখ্যাত শিরডি সাই বাবা মন্দিরে দর্শন ও পূজার জন্য গিয়েছিলেন। সেই সময় তিনি রাহুল গান্ধীকে সাই বাবার সঙ্গে তুলনা করেন। তিনি মনে করেন, রাহুল গান্ধীর ‘ভারত জোড় যাত্রা’ দেশে পরিবর্তন আনবে। তাঁর মতে, এর কারণ হল হাজার হাজার মানুষ এতে যোগ দিচ্ছেন এবং কংগ্রেস নেতাকে ভবিষ্যতের আশা হিসেবে দেখছেন।
রাহুল গান্ধীকে সাই বাবার সঙ্গে তুলনা করার সময়, রবার্ট বঢরা আশা প্রকাশ করেছিলেন যে ভারত জোড়ো যাত্রা দেশে পরিবর্তন আনবে। শিবরাজ সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বাস সারং পাল্টা জবাব দিয়ে বলেন, রাহুল গান্ধী ছবি ভাইরাল করতে এত পছন্দ করেন। তিনি তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও বিভিন্ন ধরনের ছবি ভাইরাল করেন। কিন্তু এতকিছুর পরেও কখনও তাঁদের রাখি বাঁধার ছবি দেখিনি। তিনি আরও বলেন যাঁরা রামকে গালি দিচ্ছেন, কংগ্রেস তাঁদের রাম বানানোর চেষ্টা করছে।
কংগ্রেস বলেছে, সাই বাবাকে প্রত্যেক ব্যক্তি, প্রতিটি ধর্মের মানুষ ভক্তি করেন। সাই বাবা কোনও আড়ম্বর করেননি, তার কোনও অহংকার ছিল না। রাহুল গান্ধীও এমনই। অন্যদিকে কংগ্রেস নেতা পিসি শর্মা বলেছেন, রাহুল গান্ধী একজন সাধারণ মানুষ। ভারত জোড়ো যাত্রায় তিনি ৩৫০০ কিলোমিটার পথ হাঁটছেন। তাই মানুষ অবশ্যই সাইবাবার সঙ্গে তাঁর তুলনা করবে।