PM Modi visits Morbi accident site: দেহের সন্ধান চলছে নদীতে, গুজরাটে অভিশপ্ত সেতুর জায়গা পরিদর্শন মোদীর

গুজরাটের মৌরবিতে মচ্ছু নদীর উপর চলছে তল্লাশি অভিযান। তারইমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সেতু দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু হয়েছে। তারপর হাসপাতালে নিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। সেখান থেকে পুলিশ সুপারের অফিসে আসেন।

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিশপ্ত সেতুর একপাশে (যেখান থেকে সেতু শুরু হয়েছিল) দাঁড়িয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। সঙ্গে আছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আছেন একাধিক আধিকারিকও। তাঁদের থেকে কিছু জানতে চাইতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। হাত নাড়িয়ে কিছু বলছিলেন তিনি। সম্ভবত কোথা থেকে ঝুলন্ত সেতু খুলে গিয়েছে, সেটাও দেখতে চাইছিলেন। তারইমধ্যে উদ্ধারকারীদের সঙ্গে দেখা করেন মোদী।

দুর্ঘটনাস্থল থেকে মৌরবি সিভিল হাসপাতালে আসেন মোদী। সেখানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী আসবেন বলে রাতারাতি ওই হাসপাতালে সংস্কারের কাজ হয়েছে। পড়েছে রঙের ছোপ। প্রায় ৪০ জনকে কাজে লাগানো হয়েছিল বলে ওই রিপোর্টগুলিতে দাবি করা হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মোদী ওই হাসপাতালে যাওয়ার পর এক রোগীর আত্মীয় দাবি করেছেন, হাসপাতালে ন্যূনতম কোনও সুযোগ-সুবিধা নেই। নিজেদের পানীয় জল আনতে হয়। প্রধানমন্ত্রী আসবেন বলে শুধু সাজানো-গোছানো হয়েছে। কংগ্রেস ও আম আদমি পার্টের তরফে অভিযোগ করা হয়েছে, ফোটোশ্যুটের জন্য সেই কাজ করেছে গুজরাট সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.