প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে গুজরাট সফরে রয়েছেন। এই নিয়ে সোমবারে তাঁর সফরের দ্বিতীয় দিন চলছে। আবার, অপরদিকে, এই দিনেতেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের জয়ন্তী রয়েছে। এই উপলক্ষ্যে তিনি হাজির হন ‘স্ট্যাচু অফ ইউনিটি’ তে। সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পরে ‘জাতীয় ঐক্য দিবসে’র ভাষণে রীতিমতো আক্ষেপ প্রকাশ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, “আমি একতা নগরে রয়েছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে রয়েছে মোরবিতে। ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে রয়েছে আমার মন জীবনে খুব কম সময় এতখানি কষ্ট পেয়েছি আমি। কিন্তু একদিকে আমার ব্যথিত হৃদয়, অন্যদিকে রয়েছে আমার কর্তব্য। কাল থেকেই জোর কদমে উদ্ধারকাজ শুরু করেছে গুজরাট সরকার। এই কঠিন সময়ে রাজ্য সরকারকে সমস্ত রকম ভাবে সাহায্য করবে কেন্দ্র”।
তাঁর আরও সংযোজন, “২০২২ সালের জাতীয় ঐক্য দিবসকে আমি একটি বিশেষ উপলক্ষ হিসেবে দেখছি। এই বছর আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছি। আমরা নতুন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি”। তিনি আরও বলেন, ‘আমাদের অধিকাংশ রাজাই যদি ত্যাগ স্বীকার না করতেন, তাহলে আজ আমরা যে ভারত দেখছি তা কল্পনাও করতে পারতাম না। সর্দার প্যাটেল এই কাজটিই করে দেখিয়েছিলেন সর্দার প্যাটেল”।