মোরবি ব্রিজ বিপর্যয়ের জেরে কাঠগড়ায় প্রশাসন। একাংশের অভিযোগ, ফিট সার্টিফিকেট না থাকার পরেও রাজনৈতিক স্বার্থপূরণের জন্য ব্রিজটি জনসাধারণের জন্য খোলার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। এই আবহেই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা কপিল মিশ্র।
বিজেপি নেতা কপিল মিশ্র ষড়যন্ত্রের দাবি করে মূলত দুটি টুইটের কথা উল্লেখ করেন। সেই টুইটের কথা উল্লেখ করে তিনি দাবি করেন যে, মোরবি ব্রিজ বিপর্যয় কোনো দুর্ঘটনা নয়, রীতিমতো রচিত ষড়যন্ত্র।