গুজরাটে মোরবির সেতু বিপর্যয়ের ঘটনায় যে কষ্ট পেয়েছেন তিনি, তা তাঁর জীবনে খুব কমই উপলব্ধ করেছেন। সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের অনুষ্ঠানে গুজরাটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী।বপ্রধানমন্ত্রী বলেন তাঁর শরীর কেবাডিয়াতে থাকলেও মন পড়ে রয়েছে মোরবিতে।
সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এখন গুজরাটে রয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। রবিবার সকালে টাটাদের বিমান কারখানা সহ গুজরাটের একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি। কিন্তু বুধবার সন্ধ্যায় গুজরাটের মোরবিতে সেতু ভেঙ্গে পড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়।
এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান। এরপরই তাঁর বক্তব্যে উঠে আসে মোরবির দুঃখজনক ঘটনার কথা। তিনি বলেন, “আমার শরীর কেবাড়িয়াতে থাকলেও মন পড়ে রয়েছে মোরবিতে।এরকম যন্ত্রণা জীবনে খুব কমই পেয়েছি।একদিকে আমার হৃদয় ক্ষত-বিক্ষত হচ্ছে অন্যদিকে আমাকে নিজের কর্তব্য পালন করতে হচ্ছে।”
এদিন দুর্ঘটনায় নিহত পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই দুঃখজনক মুহূর্তে আমি শোকোস্তব্ধ পরিবারগুলির পাশে সব রকম ভাবে থাকব।
গতকাল থেকেই গুজরাত সরকার উদ্ধার কাজ চালাচ্ছে। কেন্দ্র সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আহতদের চিকিৎসাতেও হাসপাতালে সব রকম ব্যবস্থা করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী মোদীর দুর্ঘটনাস্থলে যেতে পারেন বলে খবর।