NCRB on Sexual Offences on Children: শিশুদের বিরুদ্ধে ৫৩,৮৭৪টি যৌন অপরাধ একবছরে! লালসার ভয়ঙ্কর তথ্য NCRB রিপোর্টে

1/5এর আগে ২০২০ সালে শিশুদের বিরুদ্ধে মোট ১,২৮,৫৩১টি অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানাচ্ছে এনসিআরবি রিপোর্ট। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে ১৬.২ শতাংশ। ২০২১ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের মোট ঘটনার এক-তৃতীয়াংশই ছিল যৌন হেনস্থা।

2/5এদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ২০২১ সালে দিল্লিতে সর্বোচ্চ সংখ্যক অপরাধ হয় শিশুদের বিরুদ্ধে। এনসিআরবি রিপোর্ট বলছে, জাতীয় রাজধানীতে ৭,৭৮৩টি অপরাধের ঘটনা ঘটে শিশুদের বিরুদ্ধে। এদিকে রাজ্যগুলির মধ্যে শিশুদের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধ হয় উত্তরপ্রদেশে।

3/5২০২১ সালে মোট ১৪০ জন শিশুকে ধর্ষণ করে খুন করা হয়। এদিকে আরও ১৪০২ জন শিশুকে খুন করা হয়েছে ২০২১ সালে। এদিকে ২০২১ সালে দেশে ১২১টি ভ্রুণ হত্যার ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশ এবং গুজরাটে সর্বোচ্চ ২৩টি করে ভ্রুণ হত্যার ঘটনা ঘটে। এদিকে ৩৫৯টি ক্ষেত্রে শিশুদের আত্মহত্যায় প্ররোচণা দেওয়া হয় দেশজুড়ে।

4/5এদিকে দেশে বাল্য বিবাহের ১০০০-এর বেশি মামলা রুজু হয়। কর্ণাটকে সর্বোচ্চ সংখ্য বাল্য বিবাহের ঘটনা ঘটে। এছাড়া তামিলনাড়ু এবং অসমেও প্রচুর সংখ্যক বাল্য বিবাহের ঘটনা ঘটে। এদিকে শিশু শ্রমের ৯৮২টি মামলা রুজু হয় ২০২১ সালে। সর্বোচ্চ সংখ্যক শিশু শ্রমের মামলা রুজু হয়েছিল তেলাঙ্গানায়। সেরাজ্যে ৩০৫টি শিশু শ্রম বিরোধী মামলা রুজু হয়েছিল।

5/5এছাড়া ৬৭ হাজার ২৪৫টি শিশু অপহরণের ঘটনাও ঘটে। অপহরণের মামলাগুলির নিষ্পত্তি করা পুলিশের জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জিং বলে জানানো হয় এনসিআরবি রিপোর্টে। দেশে সর্বোচ্চ সংখ্যক শিশু অপহরণের ঘটনা ঘটে মহারাষ্ট্রে। সেরাজ্যে ২০২১ সালে ৯৪১৫টি শিশুকে অপহরণ করা হয়। এরপরই তালিয়া যথাক্রমে রয়েছে মধ্যপ্রদেশ (৮২২৪), ওড়িশা (৫১৩৫) এবং পশ্চিমবঙ্গ (৪০২৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.