সপ্তাহের প্রথম দিনে ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা হল। সেন্ট্রাল মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। ড্রাইভারের তৎপরতায় বেঁচে যান তিনি। এর ফলে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকে মেট্রোর।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ। দমদম থেকে কবি সুভাষগামী একটি মেট্রো তখন সেন্ট্রাল স্টেশনে ঢুকছিল। হঠাৎ করেই ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক মহিলা। সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক কষেন ড্রাইভার। মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগও বন্ধ করা হয় সঙ্গে সঙ্গে। ফলে বেঁচে যান ওই মহিলা।
মহিলাকে আহত অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যান মেট্রোর নিরাপত্তারক্ষীরা। এর ফলে বেশ কিছুক্ষণ গিরিশ পার্ক থেকে ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। ফলে বিপাকে পড়েন যাত্রীরা।
সপ্তাহের প্রথম দিনে অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় অনেকেই বাধ্য হয়ে মেট্রো ছেড়ে বাসের পথ ধরেন।
মেট্রোর তরফে জানানো হয়েছে, ফের ৮টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। তারপর ঠিকভাবেই চলছে মেট্রো। যে মহিলা আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি।