কাটমানি খাওয়া নিয়ে প্রকাশ্য মুখ খুললেন থানার ওসি। মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে। বাংলায় কাজ করতে গেলে কোথায় কত কাটমানি দিতে হয় তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দিলেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। তিনি বলেন, ‘রাজ্যে সরকারি কাজের ৭৫ শতাংশই কাটমানিতে চলে যায়, এভাবে ঘণ্টা কাজ হবে’ ! তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে বিতর্ক।
ভাইরাল ওই ভিডিওয় সন্দীপবাবুকে বলতে শোনা যাচ্ছে, ‘১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা। তাহলে হাতে থাকল ৬০ শতাংশ। ব্লক অফিসে দেবে ৪ শতাংশ। আগের ওসিদের দিতে হত ৫ শতাংশ। আর হ্যাঁ খ্যাকশিয়াল আর তার বাচ্চাদের দেবে ৫ শতাংশ। সব মিলিয়ে ৭৫ শতাংশ ধরলাম। ২৫ শতাংশ টাকায় এলাকায় ঘণ্টা উন্নয়ন হবে। তুমি খাও বা না খাও, যেটা করেছো সেটা প্রকৃত ভাবে করো। আমাদের সরকার প্রকৃত উন্নয়ন চায়।’
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ওসি নিজেই কাটমানির বখরা বলে দিচ্ছেন। তাও আবার প্রকাশ্য মঞ্চে। এরাজ্যে দুর্নীতিটাই নীতি হয়ে গিয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, যে টাকার হিসাব ওসি দিয়েছেন তার ২৫ শতাংশ থাকে জেলায়। বাকিটা চলে যায় কলকাতায়। রাজ্যে তোলাবাজির সিন্ডিকেট চলছে। রাজ্যবাসী সব দেখছে।