উত্তর প্রদেশের ৩০৭ মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল যোগী সরকার। এর মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উলুম-ও। ওই মাদ্রাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করায় তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে, জানিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।
জানা গিয়েছে, জেলা প্রশাসনে নথিবদ্ধ মাদ্রাসার সংখ্যা ৭৫৪টি। এর মধ্যে ৬৬৪টি মাদ্রাসায় পঞ্চম শ্রেণি অবধি পড়ানো হয়। ৮০টি মাদ্রাসায় অষ্টম শ্রেণি অবধি পড়ানো হয় পড়ুয়াদের। দশটি মাদ্রাসা মাধ্যমিক যোগ্যতামানের। উল্লেখ্য, গত মাস মাদ্রাসা-সহ উত্তরপ্রদেশের ইসামিলক শিক্ষকেন্দ্রগুলিকে সার্ভে বা সমীক্ষার নির্দেশ দেয় যোগী সরকার। তারপরেই ৩০৭টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করা হল।
জেলার এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ভরত লাল গোন্দ বলেন, ‘সমীক্ষায় আমরা দেখেছি ৩০৬টি মাদ্রাসা বেআইনি। তার মধ্যে দারুল উল্লমও রয়েছে। ফলে তাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে’। এইসঙ্গে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে জোর দিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সিলেবাসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদ্রাসার পড়ুয়াদের অন্য স্কুলের পড়ুয়াদের সমকক্ষ করে তোলাই উদ্দেশ্য, এমনটা জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রক।