বিল মেটানো হয়নি। তাই ভগৎ সিংয়ের পৈত্রিক ভিটের বিদ্যুৎ সংযোগ কেটে দিল আপ সরকার। এমনই অভিযোগে সরগরম পাঞ্জাব। যদিও অভিযোগ অস্বীকার করেছে আম আদমি পার্টি সরকার। কিন্তু কেন পাঞ্জাবের খাটকার কালানে অবস্থিত শহীদ ভগৎ সিং-এর পৈতৃক ভিটের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হল সেই নিয়ে মুখ খোলেনি সরকার। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে।
দেশের জন্য যিনি প্রাণ দিয়েছিলেন তাঁর বাড়ির বিদ্যুতের বিল জমা না দেওয়ায় সংযোগ কেটে দেওয়া নিঃসন্দেহে লজ্জাজনক। ভগৎ সিং-এর বাড়ির বিদ্যুতের বিল জমা না পড়ার ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে সংবাদমাধ্যমগুলিকে একহাত নিলেন ডেপুটি কমিশনার নভজোৎ সিং রণধবা। তিনি বলেন, ‘বিদ্যুতের বিল জমা না পড়ায় ভগৎ সিং-এর বাড়ির লাইন কেটে দেওয়া হয়নি। বরং, ৬৭৬০ টাকা আগাম বিল দেওয়া আছে। এই নিয়ে মিডিয়া গুজব ছড়াচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করছে’।
পাশাপাশি, শহীদ ভগৎ সিং-এর নাম নিয়ে লক্ষাধিক মানুষের আবেগকে ক্ষুণ্ণ না করার জন্য সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এর আগে পাঞ্জাবের বিদ্যুৎমন্ত্রী হরভজন সিংও এই বিষয়ে জানিয়েছিলেন যে, শহীদের পৈতৃক বাড়িতে তৈরি হওয়া জাদুঘর আদপে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। যদিও ওই জাদুঘরের বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য সংস্কৃতি বিষয়ক দফতরের নামে আলাদা কানেকশান নেওয়া আছে। উল্লেখ্য, ১৯০৭ সালে অধুনা পাকিস্তানের ফয়সালাবাদ জেলার বনগাঁ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শহীদ ভগৎ সিং।