‘দেশের ভিতরের শত্রুদের সঙ্গেও লড়াই চলছে’, দীপাবলিতে কার্গিলে দাঁড়িয়ে বললেন মোদী

জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরও তার অন্যথা হয়নি। এবার কার্গিল গিয়েছেন মোদী। জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ভিতরের শত্রুদের সঙ্গেও লড়াই চলছে’।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷ গত বছরও জম্মু কাশ্মীরের নওশেরা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ এ বছরও কার্গিলে পৌঁছে সেনা জওয়ানদের সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে তাঁর সরকারের আমলে অর্থনীতির উন্নয়ন, স্টার্ট আপ তৈরি, ইসরোর সাফল্য, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং আত্মনির্ভর ভারতের কথা৷

সেনাবাহিনীর প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, ‘কার্গিল ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী৷ আপনারা সীমান্তের প্রহরীর দেশের মজবুতির স্তম্ভ৷ আপনারা আছেন বলেই দেশবাসী নিশ্চিন্তে থাকেন৷’ এর পরেই তাঁর সরকারের আমলে কীভাবে সীমান্তে সেনাবাহিনীর জন্য পরিকাঠামো থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘সেনা জওয়ানদের সময় মতো প্রয়োজনীয় রসদ অনেক দ্রুত পৌঁছে যাচ্ছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে৷ এসব দেখলে সেনা জওয়ানরাও অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠেন৷ যখন তিনি দেখেন যে তাঁর বাড়িতে ফোনে কথা বলা সহজ হয়েছে, বাড়ি ফিরতে সময় কম লাগছে৷’

দুর্নীতির বিরুদ্ধেও তাঁর সরকারের কড়া অবস্থানের কথা কার্গিলে দাঁড়িয়ে বলেছেন মোদী৷ দাবি করেছেন, দুর্নীতিপরায়ণরা যত শক্তিশালী হোক না কেন, কেউ পার পাবে না৷ সন্ত্রাস, নকশাল, চরমপন্থার বিরুদ্ধেও তাঁর সরকার কতটা কড়া অবস্থান নিয়েছে, তাও তুলে ধরেছেন৷ দাবি করেছেন, দেশেই এখন তৈরি হচ্ছে সেনাবাহিনীর বহু অস্ত্র৷ যে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন দেশের সেনা জওয়ানরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.