বাজার থেকে ধার নেওয়ার বদলে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ স্বল্প মেয়াদি নগদের সুবিধে বারবার ব্যবহার করছে উত্তর-পূর্বের রাজ্য সহ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং পাঞ্জাবের মত কয়েকটি রাজ্য। ফলে নগদ ভারসাম্যহীনতার মুখে পড়ছে তারা। একটি রিপোর্টে এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যগুলিকে তাদের নগদের প্রয়োজনীয়তা মেটাতে বিশেষ উইথড্রয়াল সুবিধা সহ ওভারড্রাফটের মত মোট তিনটি স্বল্পমেয়াদী নগদের সুবিধা প্রদান করে। দেশের উত্তর-পূর্বের তিনটি রাজ্য অর্থাৎ মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড বারংবার এই সুবিধাটিকে ব্যবহার করছে।
রাজ্যগুলর এই সুবিধা ব্যবহার করার প্রধান কারণগুলির মধ্যে একটি হল বাজার থেকে ধার নেওয়ার তুলনায় অপেক্ষাকৃত সস্তা দাম। এদিকে, আগস্ট পর্যন্ত, এই রাজ্যগুলি গড়ে ৩.২ থেকে ৪.২ শতাংশ হারে এসডিএফ সুবিধা গ্রহণ করেছে। যেখানে আসল বন্ডের মূল্য হল ৭.৮ শতাংশ বা তারও বেশি। পাশাপাশি, আরবিআই-এর একটি সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ১০ টি দুর্বল রাজ্যকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, হরিয়াণা ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।
এই প্রসঙ্গে ব্যাঙ্ক অফ বরোদার অর্থনীতিবিদ সোনাল বাধন জানিয়েছেন, এই সুবিধাগুলির ঘন ঘন ব্যবহার সংশ্লিষ্ট রাজ্যগুলির নগদের ভারসাম্যহীনতার পাশাপাশি আর্থিক শৃঙ্খলার অভাবকে প্রমাণিত করে। অর্থাৎ, এর মানে হল যে, তারা তাদের উপার্জনের চেয়ে বেশি ব্যয় করছে। এটি সামগ্রিক আর্থিক অবস্থার একটি প্রাথমিক সূচক।