ওড়িশায় ১৭৩ পরিবার ফিরে এলেন হিন্দু ধর্মে, পা ধুইয়ে ‘ঘরে ফিরিয়ে নিলেন’ বিজেপি নেতা

খ্রিস্টান ধর্ম ছেড়ে ১৭৩ পরিবার ফিরে এলেন হিন্দু ধর্মে। সব মিলিয়ে প্রায় ৫০০ সদস্যের প্রত্যাবর্তন ঘটল। ওড়িশার সুন্দরগড় জেলার জামূরলা গ্রামের ঘটনা। ঘর ওয়াপস্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রতাপ সিং জুদেব।

এই ১৭৩টি পরিবার আগে হিন্দু ছিলেন। পরিবর্তিকালে হিন্দু ধর্ম ছেড়ে যোগ দেন খ্রীষ্টান ধর্মে। তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনে আর্য সমাজ, হিন্দু মহাসভা এবং বজরং দল। শুক্রবার গ্রামে বিরাট যজ্ঞের আয়োজন করা হয়। সেখানে বিজেপি নেতা প্রতাপ সিং জুদেব পায়ে ধরে সকলকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন।

জুদেব ছত্তিসগড়ের প্রথম সারির বিজেপি নেতা। জানা যাচ্ছে, হিন্দু সংগঠনগুলি সম্মিলিত ভাবে ঝাড়খণ্ড, ছত্তিসগড়, ওড়িশায় হিন্দু ধর্ম ছেড়ে চলে যাওয়া মানুষদের আবার ফিরিয়ে আনার কর্মসূচি গ্রহণ করেছে।

‘অখিল ভারতীয় ঘর ওয়াপসি’ -এর প্রধান জুদেব সংবাদ মাধ্যমকে জানান, ‘যে সমস্তগুলি মানুষ এদিন হিন্দু ধর্মে ফেরত এল, তারা সকলেই ভগবান বিরসা মুন্ডার সমাজের লোক। আমরা যাতে এই অনুষ্ঠান না করতে পারি তার জন্য আমাদের উপর মারাত্মক চাপ ছিল। এই অভিযানের সঙ্গে যারা যুক্ত তাঁদেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। তারপরও প্রায় ৫০০ জন মানুষ ফিরে এসেছেন হিন্দু ধর্মে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.