মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ৷ ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘ভেবেছিলাম পুজোর শুভেচ্ছা জানাবে তাই দাঁড়ালাম! পাজিগুলো সিলেবাসের বাইরে প্রশ্ন করে ফেললো..!’
শঙ্করবাবুর পোস্ট করা ১০ সেকেন্ডের ভিডিওয় দেখা যাচ্ছে, গাড়িতে করে মুখ্যমন্ত্রী কোনও অনুষ্ঠানে যাচ্ছিলেন৷ বরাবরের মতো এবারেও তাঁকে দেখা গিয়েছে চালকের পাশের আসনে৷ কোনও একটি জায়গায় কিছু মানুষকে জড়ো হতে দেখে মুখোমুখি গাড়ি থামিয়ে কাচ নামান৷ কাচ নামিয়ে মুখ্যমন্ত্রী মুখ বাড়াতেই তার দিকে ধেয়ে আসে প্রশ্ন, ‘দিদি অনশনকারীদের সঙ্গে দেখা করবেন না? ’ যা শুনে স্বভাবতই বিরক্ত হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ ‘আমি এখন পুজোয় যাচ্ছি’ বলে কাচ তুলে দেন তিনি৷
সাকুল্যে ১০ সেকেন্ডের ওই ভিডিও-র ক্যাপশনে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা, ‘ভেবেছিলাম পুজোর শুভেচ্ছা জানাবে তাই দাঁড়ালাম! পাজিগুলো সিলেবাসের বাইরে প্রশ্ন করে ফেললো..!’ যা দেখে কমেন্ট বক্সে কেউ শঙ্করকে সমর্থন করেছেন কেউ বা বিরোধিতা৷ বস্তুত, বামপন্থী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বেড়ে ওঠা শঙ্কর ঘোষ দীর্ঘদিন এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের পদে ছিলেন৷ পরে শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর এবং মেয়র ইন কাউন্সিলও হন৷ তবে পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ এবারের ভোটে শিলিগুড়ি বিধানসভা থেকে জয়ীও হন৷ তাঁর এমন ব্যাঙ্গাত্মক পোস্ট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি৷