মিঞা মিউজিয়াম! প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে মুসলিমদের সংস্কৃতি বিষয়ক সংগ্রহশালা খুলেছিলেন মোহর আলি নামে এক ব্যক্তি। নিয়ম ভঙ্গের অভিযোগে সেই মিউজিয়াম বন্ধ করে দিল অসম সরকার। কিন্তু নাম মিঞা কেন? জানা গেছে, বাংলাদেশি মুসলিমদের স্থানীয় স্তরে মিঞা বলে ডাকা হয়। সেখান থেকেই এমন নামকরণ।
অসমের গোয়ালপাড়া জেলার লখীপুরে এই মিঞা মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছিল দিন দুয়েক আগেই। সরকার জানতে পেরেই তা বন্ধ করে দেয়। গোয়ালপাড়ার ডেপুটি কমিশনার খনীন্দ্র চৌধুরী জানিয়েছেন, মোহর আলি নামে এক ব্যক্তিকে সরকারি স্কিমে এই বাড়ি দেওয়া হয়েছিল। কিন্তু তা বাড়ি হিসাবে ব্যবহার না করে তিনি মিউজিয়াম বানিয়েছেন। আপাতত বাড়িটি সিল করার পাশাপাশি সেই মোহর আলিকে শোকজ করা হয়েছে।
অল অসম মিঞা পরিষদের চেয়ারপার্সন মোহর আলি। তিনি সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। তবে বর্তমানে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়। এদিকে অসমের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লুঙ্গি ছাড়া সব সামগ্রীই তো অসমের বাসিন্দাদের। যদি ওরা প্রমাণ করতে না পারে যে মিঞারাই ওই সামগ্রী ব্যবহার করে তবে মামলা রুজু করা হবে। ওই মিউজিয়ামের ফান্ডিং কোথা থেকে আসছে?