‘টাকায় ছাপা হোক লক্ষ্মী-গণেশের ছবি। তাহলেই ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধি হবে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমনই আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর পরামর্শ, নোটের একপিঠে মহাত্মা গান্ধীর ছবি যেমন আছে থাক। অন্যদিকে লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা হোক। টাকার গায়ে সম্পদের দুই দেবদেবীর ছবি থাকলে দেশের উন্নতি হবে, অর্থনীতিতে জোয়ার আসবে।
কেজরিওয়ালের কথায়, ‘কোনও কোনও সময় অনেক চেষ্টা করেও সমৃদ্ধি আসে না। আসলে দেবদেবীদের আশীর্বাদ না থাকলে বহু চেষ্টার শেষেও আশানুরূপ ফল মেলে না। আমি সেই কারণে প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ করছি, টাকার গায়ে গণেশ এবং লক্ষ্মীর ছবি ছাপা হোক।’
এখানেই থামেননি তিনি। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ইন্দোনেশিয়ার উদাহরণও টেনেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, ‘ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশে গণেশের মুখ দেওয়া নোট রয়েছে। সেই দেশ পারলে আমরা কেন পারব না’? চিঠিতে কেরজিওয়াল আরও উল্লেখ করেন, ডলারের তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ঈশ্বরের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন।