ডাভ, ট্রেসামের মতো জনপ্রিয় ব্র্যান্ডের অ্যারোসল ড্রাই শ্যাম্পু ফেরত চেয়ে পাঠাল ইউনিলিভার কর্তৃপক্ষ। শ্যাম্পুতে বেনজিন নামক রাসায়নিক উপাদান মেলায় তা দূষিত বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এর থেকে ক্যানসর পর্যন্ত হতে পারে।
শুক্রবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, এর মধ্যে নেক্সাস, সুভে, ট্রেসেমে এবং টিগির মতো জনপ্রিয় ব্র্যান্ডও অন্তর্ভুক্ত। এগুলি রকাহোলিক এবং বেড হেড ড্রাই-এর মতো শ্যাম্পু তৈরি করে।
তবে সাধারণ শ্যাম্পুর কোনও ব্যাচ প্রত্যাহার করেনি ইউনিলিভার কর্তৃপক্ষ। তাই সাধারণ শ্যাম্পু নিয়ে ভয়ের কিছু নেই।
ইউনিলিভারের ২০২১ সালের অক্টোবরের আগে তৈরি করা শ্যাম্পুর ব্যাচই ফেরত চেয়ে পাঠানো হয়েছে। এর ফলে প্রসাধনী পণ্যের সুরক্ষা সম্পর্কে আরও একবার প্রশ্ন উঠছে আমজনতার মনে। ঠিক কতটা সুরক্ষিত আমাদের প্রসাধনী দ্রব্যগুলি?
গত দেড় বছরে, জনসন অ্যান্ড জনসনের নিউট্রেজিনা, এজওয়েল পার্সোনাল কেয়ার কোম্পানির ব্যানানা বোট এবং বেয়ার্সডর্ফ এজি-এর কপারটোন এবং প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কো-এর মতো স্প্রে-অন অ্যান্টিপারসপিরেন্ট ফিরিয়ে নেওয়া হয়েছে। সিক্রেট, ওল্ড স্পাইস এবং ইউনিলিভারের সুয়েভ-এর মতো ব্র্যান্ডেও দূষক উপাদানের অভিযোগ উঠেছে।
ড্রাই শ্যাম্পু কী?
প্রসাধনী সম্পর্কে যাঁরা খুব একটা খবর রাখেন না, তাঁরা হয় তো ড্রাই শ্যাম্পুর কথা শোনেননি। আসলে শব্দটির মানে যা ভাবছেন, সেটাই। এই শ্যাম্পু ব্যবহার করতে জল লাগে না। মাথায় স্প্রে করে নিয়ে একটু ম্যাসাজ করতে হয়। এরপর তোয়ালে দিয়ে মুছে নিলেই যথেষ্ট। চুল শ্যাম্পু করার মতোই ফুরফুরে, হালকা হয়ে যাবে।
ব্যস্ত শিডিউল, বেড়াতে গেলে অনেকেই এই ড্রাই শ্যাম্পু ব্যবহার করেন।
এদিকে এই ড্রাই শ্যাম্পু নিয়ে এর আগে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে। Valisure-এর এক পরীক্ষার পর P&G তার অ্যারোসল প্রোডাক্টের সম্পূর্ণ পোর্টফোলিও পরীক্ষা করে। এরপর তারা বেনজিন দূষণের কথা উল্লেখ করে গত ডিসেম্বরে তাদের প্যানটিন এবং হার্বাল এসেন্স ড্রাই শ্যাম্পুর ব্যাচ ফেরত চেয়ে পাঠায়।
বেনজিনে সমস্যা কোথায়?
এফডিএ বলেছে, নিয়মিত বেনজিনের সংস্পর্শে এলে তার পরিণতি হতে পারে মারাত্মক। এর ফলে স্বাস্থ্যের লিউকেমিয়া এবং অন্যান্য রক্তের ক্যান্সার হতে পারে। ফলে চিন্তার কারণ অনায্য নয়।
স্প্রে করা হয়, এমন প্রসাধনীতে প্রায়শই প্রোপেন এবং বিউটেনের মতো প্রোপেল্যান্ট থাকে। এগুলি অপরিশোধিত তেল পরিশোধনের সময়ে প্রাপ্ত। বেনজিন পেট্রোলিয়াম পণ্যের অন্যতম দূষক।
FDA ড্রাই শ্যাম্পুর মতো প্রসাধনীতে বেনজিনের সীমা নির্ধারণ করেনি। তবে এটুকু বলা আছে, যাতে এতে কোনও বিষাক্ত বা ক্ষতিকারক পদার্থ না থাকে।