মাত্র ৪২ বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। গত ২০০ বছরের ইতিহাসে এত কম বয়সে কেউ এই চেয়ারে আগে বসেননি। আর প্রথম বক্তব্যেই তিনি জানিয়ে দিলেন, দল ও ব্রিটেনকে একযোগে এগিয়ে নিয়ে যাওয়াকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
অর্থনীতি নিয়ে কী বললেন ঋষি সুনক?
এই সরকারের অন্যতম প্রধান কাজ হবে অর্থনৈতিক স্থিতাবস্থাকে রক্ষা করা।
ভুল কী কী হয়েছিল?
ঋষি সুনক জানিয়েছেন, আমি পূর্বসূরি লিজ ট্রুসকে শ্রদ্ধা জানাচ্ছি। দেশের উন্নতির চেষ্টা করে তিনি ভুল কিছু করেননি। এটা একটা মহান ব্যাপার। কিন্তু কাজ করতে গিয়ে কিছু ভুল হয়ে গিয়েছে। কিন্তু খারাপ কোনও মতলব ছিল না। তবে সেই ভুল সংশোধনের জন্য আপনারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন।
বরিস জনসন নিয়ে কী বললেন?
বরিস জনসনের প্রতি আমি কৃতজ্ঞ। তবে ২০১৯ সালে আমার দল যে জনাদেশ পেয়েছিল তার পেছনে কোনও ব্যক্তির ভূমিকা ছিল না।
কী কী চ্যালেঞ্জ থাকছে সামনে?
আমি জানি কী পদে আমি রয়েছি। আমি তার চাহিদা পূরণের চেষ্টা করব।
আগামী প্রজন্মের জন্য় কী থাকছে?
আপনাদের সন্তান, নাতিপুতিদের জন্য কোনও ঋণ থাকবে না। এটা আমি বলতে পারি।
ইস্তেহারের প্রতিশ্রুতি পূরণ
ভালো স্কুল, নিরাপদ রাস্তা, সীমান্তে নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষা, সশস্ত্র বাহিনীকে সহায়তা, উন্নত অর্থনীতির উপর জোর দেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী।