বর্তমান অর্থবর্ষে প্রথম ৫ মাসে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। কিন্তু এসবকে পিছনে ফেলে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান তিরুপতি মন্দিরের দান প্রাপ্ত অর্থের পরিমাণ সব রেকর্ডকে ছাপিয়ে গেল।
তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট সূত্রে খবর, এবছর এপ্রিল থেকে আগস্ট এই ৫ মাস ধরে যে পরিমান দান পাওয়া গিয়েছে তা সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।
শুধুমাত্র দান হিসেবে ১৪০ কোটি টাকা নগদ টাকা পাওয়া গিয়েছে। এছাড়া রয়েছে সোনা ও রূপাও বিগত বছরের তুলনায় অনেক বেশি দান এসেছে। ওই সূত্রের মতে, ২০১৮ সালে এই ৫ মাসে ১১৩.৯৬ কোটি টাকা দান পাওয়া গিয়েছিল। এছাড়া দান হিসেবে ৩৪৪ কেজি সোনা ও ১১২৮ কেজি রূপা পাওয়া গিয়েছিল।
২০১৯ সালে এই দানের পরিমান আশ্চর্যজনকভাবে বেড়েছে।
দান বাক্স থেকে শুধুমাত্র নগদ হিসেবে ১৪০ কোটি টাকা পেয়েছে মন্দির কর্তৃপক্ষ। এছাড়া দান হিসেবে গৃহীত হয়েছে ৫২৪ কেজি সোনা ও ৩০৯৮ কেজি রূপা। যে পরিমাণ অর্থ এখানে দান হিসাবে পাওয়া গিয়েছে তা ভারতের আর কোনো মন্দিরে পাওয়া যায়নি। অর্থাৎ ভারতে তীর্থস্থানগুলির মধ্যে দান পাওয়ার শীর্ষে রয়েছে তিরুপতি মন্দির।