কলকাতা ও জেলা থেকে রমরমিয়ে চলত জঙ্গি নিয়োগ, ধৃত ২ বাংলাদেশিকে জেরায় বিস্ফোরক তথ্য

দেশের বিভিন্ন জায়গার গণধোলাই এবং সংঘর্ষের ভিডিও দেখিয়ে চলত মগজধোলাই। তারপর কলকাতা ও বাংলার বিভিন্ন জেলা থেকে যুবকদের যোগ দেওয়ানো হত জঙ্গি দলে। গ্রেফতার হওয়া বাংলাদেশি দুই জঙ্গিকে জেরা করে মিলল এমনই বিস্ফোরক তথ্য।

পুলিশ জানিয়েছে, ধৃত দুই অভিযুক্ত বাংলাদেশি জঙ্গির নাম মহম্মদ হামিদুল্লাহ ওরফে রাজু গাজি ও মহম্মদ আকিল ওরফে আহমেদ। ভোপাল থেকে তাদের গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয় আল কায়েদার দুই জঙ্গি ফয়জল আহমেদ ও মহম্মদ হাসনত। দ্বিতীয়জনের মালদহের বাড়ি থেকে উদ্ধার হয় একটি পেন ড্রাইভ, যাতে রয়েছে জঙ্গি কার্যকলাপের বহু তথ্য।

প্রচারের জন্য জঙ্গিদের প্রধান হাতিয়ার ছিল কিছু ভিডিও ফুটেজ, যাতে দেখানো হয়েছে কয়েকজনকে গণধোলাই দেওয়া হচ্ছে। আবার কিছু সংঘর্ষের ফুটেজও দেখিয়ে কিছু পরিস্থিতির কথা বলা হত। ওই পরিস্থিতি থেকে বের হতে বৃহত্তর বাংলাদেশ তৈরির প্রয়োজন বলে মগজধোলাই করা হয় তরুণ ও যুবকদের। কলকাতা ও আশপাশের জেলায় জঙ্গি নেটওয়ার্ক ও স্লিপার সেল তৈরি হচ্ছিল কি না, তা জানতে ধৃতদের টানা জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দারা জেনেছেন, করোনা পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশি জঙ্গিরা এই রাজ্যে আসে। এরপর কলকাতা হয়েই তারা মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাদের মূল উদ্দেশ্য ছিল, বাংলাদেশ সীমান্ত ছাড়াও দেশের এমন কিছু জায়গায় স্লিপার সেল তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.