চরবৃত্তি সন্দেহে দিল্লি থেকে ধৃত এক মহিলা। অভিযোগ, উক্ত মহিলা তিব্বতি সেজে ভারতে থাকছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে চিনা চর। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো নথির ভিত্তিতে উক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
ভিন্ন দেশীয় খাবার, সেটা চিনা হোক, নেপালি হোক বা কোরিয়ান খাবার, দিল্লিতে সবকিছুরই একটাই ঠিকানা মঞ্জু কা টিলা। মঞ্জু কা টিলা মূলত দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্য়াম্পাসের পাশে অবস্থিত মঞ্জু কা টিলা এলাকায় অবস্থিত। চলতি সপ্তাহে বৃহস্পতিবারে এই এলাকাতেই গ্রেফতার করা হয় মহিলাকে।
পুলিশের বয়ান, ধৃত মহিলার পরিচয়পত্রে ঠিকানা নেপালের কাঠমাণ্ডুর নাম ও মহিলার নাম দোলমা লাম থাকলেও, তাঁর প্রকৃত পরিচয় অন্য কিছু। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার প্রকৃত নাম কাই রুয়ো। ধৃত মহিলার দাবি, তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করার পরে এক বৌদ্ধ সাধু হিসাবে নিজের জীবন অতিবাহিত করচিলেন। উল্লেখ্য, ধৃতের পরণে বৌদ্ধ সাধুদের মতোই কাই লাল রঙের চাদর থাকতো এবং তাঁর চুল একদম ছোট করে ছাঁটা ছিল।