বর্তমানে শুধুই চাকরির দুর্নীতির অভিযোগ। একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসকদল। এই অবস্থায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের এলাকায় জিজ্ঞাসাবাদ চালাতেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, যার জেরে কাঠগড়ায় রাজ্যের প্রাক্তন শাসকদল।
কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সৌজন্যে রাজ্যে ফাঁস হচ্ছে একের পর এক তথ্য। ইতিমধ্যে জেল হাজতে রাজ্যের শাসকদলের একাধিক শীর্ষ স্থানীয় নেতারা। সম্প্রতি গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য। এবার, তৃণমূলের এই নেতার ঘনিষ্ঠ তাপস মণ্ডলের পাড়ায় সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ চালাতেই প্রতিবেশীরা ফাঁস করলেন চাঞ্চল্যকর তথ্য। তাঁদের দাবি, বাম আমলেও তাপস মণ্ডলের হাত ধরে চাকরির দুর্নীতি হয়েছিল। তাঁরা এও জানান, তাপস চিটফান্ডের সঙ্গেও যুক্ত ছিল।
এক প্রতিবেশীর দাবি, “পাঁশকুড়াতে প্রচুর টাকার জালিয়াতি করেছেন তিনি। তাপস মণ্ডল প্রচুর টাকা চিটিংবাজি করেছেন, ওঁর চিটফান্ড ছিল। একবার তিনি চিটফান্ডের জন্য গ্রেফতারও হন”। তাঁর আরও সংযোজন, “বাম আমলের দমকল মন্ত্রী রাম চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই তাঁর সংস্থার প্রথম পথ চলা। তখনও নাকি শাসক দল অর্থাৎ বামেদের প্রভাব খাটিয়ে মোটা টাকার বিনিময়ে পাঁশকুড়ার বেশ কয়েকজনকে দমকলে চাকরি পাইয়ে দেন তাপস”।