পড়ে গেছে পঞ্চায়েত ভোটে কাঠি। আর তারপর থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে বাংলার রাজনৈতিক পরিবেশ। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলগুলো ময়দানে নেমে পড়েছেন অস্ত্র-হুঙ্কার নিয়ে। এরই মাঝে এবার জনসমক্ষে প্রয়োজনে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে বিজেপির তরফে একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি বলেন, “দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরাও এ রাজাকে খান খান করে ছাড়ব। এই রানিকে খান খান করে ছাড়ব। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। কাউকে চোখ দেখাবে, ধমকাবে, চমকাবে, আমরা একবছর দেখে নিয়েছি আর আমরা দেখতে রাজি নই”।
এরপরেই তিনি হুঁশিয়ারির সুরে বলেন, “তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি যে, আমরা শান্তিপ্রিয় ছেলে মায়ের, কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতে তুলতেও ভয় পাই না। মায়ের ওপর যখন আঘাত আসবে, তখন আমরা অস্ত্র ধরতে বাধ্য হই। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে নিজের নিজের অঞ্চলকে নিজের নিজের দুর্গে পরিণত করুন, যাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে না পারে, এই প্রতিজ্ঞা করুন, তবেই বিজয়া সম্মিলনী সফল হবে”।