মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে পেলেন না স্বস্তি। তৃণমূলের এই নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকতে হবে, এমনটা জানালো দেশের শীর্ষ আদালত। এই অবস্থায় সুপ্রিম নির্দেশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে থাকতে হবে ইডি হেফাজতেই।
কেন্দ্রীয় তদন্ত আধিকারিক সংস্থা ইডি শিক্ষক দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে। তৃণমূলের এই নেতা গ্রেফতার হওয়ার পরেই ইডির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম আদালতের দ্বারস্থ হয়। তাঁর সেই আবেদনের ভিত্তিতে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে শুনানি হলে সুপ্রিমকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়।
উল্লেখ্য, মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই-এর হাত থেকে বাঁচার রক্ষাকবচ পেয়েছিলেন। এই রক্ষাকবচের দৌলতে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারতো না। কিন্তু, আর্থিক তছরূপের মামলায় তাঁর নাম জড়াতেই ইডির হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। এরপরে মানিকের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার প্রথম শুনানি হলেও, সেদিন রায় দেননি বিচারপতিগণ। অবশেষে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে সুপ্রিম রায় দেয় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ।