শিবসেনা ও বিজেপির বন্ধুত্বও এখন আরও গভীর। শনিবার কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশংসা করে সেই কথাই আরও একবার বুঝিয়ে দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এই প্রসঙ্গে তিনি বলেন বিজেপি শাসিত এনডিএ সরকার এবার রাম মন্দির তৈরিতে উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
শিবসেনা ও বিজেপির বন্ধুত্বও এখন আরও গভীর। শনিবার কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশংসা করে সেই কথাই আরও একবার বুঝিয়ে দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এই প্রসঙ্গে তিনি বলেন বিজেপি শাসিত এনডিএ সরকার এবার রাম মন্দির তৈরিতে উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে তুলে ধরে শিবসেনার তরফে বলা হয় যে, “আমরা নির্বাচনের আগেই বলেছিলাম যে কাশ্মীর সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। বিরোধীরা এই আইন মুছে ফেলার কথা বললেও তা সম্ভব হয়নি। আমরা মোদী জির জন্য গর্বিত।”
তাঁর বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী দেশকে নিশ্চিত নেতৃত্বের রাস্তা দেখিয়েছেন”। পাশাপাশি তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনীতি নয় দেশের সার্বিক উন্নতিও হয়েছে নরেন্দ্র মোদী সরকারের অধীনে।
এনডিএ সরকারের উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন যে, ২০১৯ এর বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকার আবারও শক্তহাতে ফিরবে। এই বক্তব্যের পর তিনি বলেন, “মহারাষ্ট্রে আরও উন্নয়ন করতে হবে। তাই বিজেপি-শিবসেনা সরকার আবারও ফিরবে, দৃঢ়তার সঙ্গে বলেন তিনি।
শিবসেনা প্রথম থেকেই পুনরায় অযোধ্যা মন্দির তৈরিতে সমর্থন জানিয়ে এসেছে। তাই মন্দির তৈরিতে কেন্দ্রীয় সরকারকে আরও দ্রুত ও সক্রিয়ভাবে কাজ করার কথা বলেছেন শিবসেনা প্রধান।