নির্বাচনের আগে এলাকায় জলের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর ২ মাস কেটে গেলেও মেলেনি জলের সংযোগ। এই অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন আপার বাগডোগরা গ্রামের সদস্যরা।
বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জয়ী হলে তিনি এলাকায় জলের সংযোগ আনবেন। কিন্তু নির্বাচনের জেতার দু’ মাস কেটে গেলেও উজ্জ্বল শর্মা তার প্রতিশ্রুতি রাখেননি। তাই পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ। ঘটনা জানতে পেরে পৌঁছায় বাগডোগরা পুলিশ। পুলিশের হস্তক্ষেপে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে আলোচনায় বসেন বিক্ষোভকারীরা।
আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের সদস্য উজ্জ্বল শর্মা বলেছেন, ‘বিষয়টি নিয়ে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে পিএইচই দফতরের সঙ্গে কথা বলছি’। অন্যদিকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীত মাহাতো জানিয়েছেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা পিএইচই দফতরের সাথে কথা বলেছি। আশা করা হচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জলের ব্যবস্থা করা যাবে’।